বাড়তি মেদ নারী, পুরুষ সবার জন্যই সমান সমস্যা। কারোর শরীর মোটা আবার কারোর শরীরের থেকে নিচের অংশ মোটা বা উরু। পছন্দ মতো ড্রেস অথবা কাপড় পড়তে পারে না। সময় এর অভাবে জিমে গিয়ে ব্যায়াম করতে পারছে না। চিন্তার কোন কারণ নাই। ঘরে বসে আপনার উরু চর্বি খুব সহজে কমিয়ে নিতে পারবেন। নিচে অসাধারণ ঘরোয়া উপায়ে তুলে ধরা হল।
শর্করা - শর্করা জাতি খাবার খাওয়া কমাতে হবে। শর্ককা শরীরে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, যার ফলে লিভার এবং মাংসপেশিতে পানি বাড়াতে সাহায্য করে। যত বেশি শর্করা খাবেন। দেহে তত বেশি পানি জমা হবে। তাই ওজন কমাতে শর্করা খাওয়া বাদ দিতে পারেন।
ব্যায়ম - শরীর ওজন অথবা চর্বি কমাতে ব্যায়মের কোন বিকল্প নাই। সকালে সকালে ঘুম থেকে উঠে রাস্তা হাঁটুন। মাঝে মধ্যে সাইকেল চালাতে পারেন। যার ফলে পায়ের কাজ অনেক বেশি হবে। পায়ের ওপর চাপ পরলেই দিরে দিরে কমতে থাকবে উরুর চর্বি।
পানি - পানির অপর নাম জীবন সেইটা সবাই যানেন। প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করুন। যার ফলে শরীরে মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বাহির করে দেয়। দেহে চর্বি জমতে পারে না মেটাবলিজম বাড়ার ফলে এবং বাড়তি চর্বি ঝরে যায়। প্রতিদিন কমপক্ষে ৬/৮ গ্লাস পানি পান করুন।
প্রোটিন - প্রোটিন যুক্ত খাবার খান। প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার ওজন কমাতে যাদুর মতো কাজ করে। প্রোটিন এবং ফাইবার তোমার দেহ শক্তি বাড়িয়ে দিবে। এবং বেশি সময় ধরে ফিট থাকতে সাহায্য করবে তোমাকে। তাই বেশি বেশি প্রোটিন যুক্ত খাবার খাওয়া চেষ্টা করুন।
মশলা - অতিরিক্ত মশলা খাওয়া ভালো না। তবে কিছু মশলা আছে, ওজন কমাতে দারুণ কাজ করে। রান্নাতে ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ, কাঁচা মরিচ এগুলো তোমার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ উরুর চর্বি কমাতে অনেক সাহায্য করবে।
2 Comments
Good tip
ReplyDeleteThe transmission incessantly makes use of useful camera amenities from varied viewing positions. A new internet trend on gambling platforms is live on line casino video games with live dealers. This was one of the current advancements in 2010 and continues to progress quickly since then. bet365 The availability of an actual operator nicely as|in addition to} a land-based on line casino offers the player with further advantages.
ReplyDelete